সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সীতাকুণ্ডে এবার তুলার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডে এবার তুলার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড 

চট্টগ্রামের সীতাকুণ্ডে এবার একটি  তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ৪ টি এবং আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তুলার আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় পাশাপাশি পানি সংকটের কারণে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

জানা যায়, উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় শনিবার (১১ মার্চ) এস এল গ্রুপের মালিকানাধীন একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, কারখানার শ্রমিকরা সকালে তুলার গোডাউনের মেরামত করতে গ্যাস সিলিন্ডার দিয়ে কাটিং কাজ করার সময় হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ তুলার উপর গিয়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। 

সময় বৃদ্ধির সাথে সাথে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। পাশের ৪টি খাবার ও চায়ের দোকান আগুন পুড়ে গেছে। এসএল গ্রুপের মালিকানাধীন ডিপুটি ইউনিটেক্স লিমিটেড কর্তৃপক্ষ ভাড়ায় নিয়েছেন। তাছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে এ  অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হবে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। 

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ বলেন, যেহেতু তুলার আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে তাই এটি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। ঠিক কত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। 

তবে পানির তীব্র সংকটের কথা উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, শুকনো মৌসুম হওয়াতে পার্শ্ববর্তী খাল শুকিয়ে গেছে এবং পাশে পুকুর বা অন্য কোন পানির উৎস না থাকাতে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। যার কারণে  কাজ করতে তাদের বেগ পেতে হচ্ছে।

টিএইচ